চারঘাটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৬
প্রকাশ: ২১ আগস্ট ২০১৯, ১৫:০৪

রাজশাহীর চারঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৫৬ জনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২০ আগস্ট) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত জিআর ৪জন ও সিআর ২জন ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৪৪ জন এবং মাদকদ্রব্য আইনে ৬ জনসহ ৫৬ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ।
সম্পর্কিত খবর
বিষয়টি নিশ্চিত করে চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ সমিত কুমার কুন্ঠু বলেন, রাজশাহী পুলিশ সুপার এর নির্দেশনায় এই অভিযান চালানো হয়। তিনি বলেন, চারঘাট থানা আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন।
পূর্বপশ্চিমবিডি/আরএইচ