২১ মামলার আসামি মওদুদ গ্রেফতার
প্রকাশ: ২০ আগস্ট ২০১৯, ০৯:৪৯

যশোরের মণিরামপুরে হত্যা ও নাশকতাসহ ২১ মামলার আসামি মওদুদ আহম্মেদকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ আগস্ট) রাতে থানার এসআই জহির রায়হানসহ সঙ্গীয় ফোর্স তাকে উপজেলার হালসা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। মওদুদ ওই গ্রামের সদর রাজাকারের ছেলে।
এসআই জহির রায়হান বলেন, মওদুদের বিরুদ্ধে মণিরামপুর থানায় কৃষকলীগ নেতা শফি কামাল হত্যা ও নাশকতাসহ মোট ২১ টি মামলা রয়েছে। যার বেশির ভাগ মামলা ২০১৩ থেকে ২০১৫ সালের। ২১ মামলার মধ্যে ১৬ টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বাকি ৫টি মামলায় সে জামিনে রয়েছে।
সম্পর্কিত খবর
জহির রায়হান আরো বলেন, গত চার বছর ধরে মওদুদ ঢাকায় পালিয়ে ছিলো। রোববার সে বাড়িতে আসে। বাড়ি ফেরার পরের দিন সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।
পিপিবিডি/পিএস