পুরান ঢাকায় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

পুরান ঢাকার স্বামীবাগ করাতিটোলায় ছাদ থেকে পড়ে বিএএফ শাহীন স্কুল ও কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিলে বেলা সাড়ে ১১টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পর্কিত খবর
নিহত কলেজছাত্রে নাম সাব্বির হোসেন রাফি (১৮)। সে ওই কলেজের প্রথম বর্ষের ছাত্র।
জানা যায়, রাফি সকালে রাফি দাঁত মাজতে মাজতে ছাদে যায়। ছাদের রেলিং না থাকায় অসাবধানতাবশত হঠাৎ সে নিচে পড়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় সালাউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢামেকে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাফির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে গণমাধ্যমকে জানান ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি