মির্জাপুরে ডেঙ্গুতে যুবকের মৃত্যু
প্রকাশ: ০৮ আগস্ট ২০১৯, ১২:৫৮

টাঙ্গাইলের মির্জাপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কাজল মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাজল মিয়া উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের মো. আলম মিয়ার ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কাজল মিয়া গত ৪ আগস্ট (রোববার) জ্বর নিয়ে কুমুদিনী হাসপাতালে আসলে রক্তের পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত করা হয়। পরে তিনি চিকিৎসকের পরামর্শে কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। বুধবার সন্ধার পর তার রক্ত বমি হচ্ছিল। একপর্যায়ে তার প্লাটিলেট কমতে থাকে। রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়।
পূর্বপশ্চিমবিডি/পিএস