নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ৪
প্রকাশ: ২৯ জুলাই ২০১৯, ১২:১৮ | আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৩:৩৭

গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বাসটি গোপালগঞ্জ থেকে কাশিয়ানী উপজেলার বেশপুরে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছে মোড় ঘোরানোর সময় উল্টে যায় বাসটি। এতে হতাহতের ঘটনা ঘটে। সেখানে এখন উদ্ধার কাজ চলছে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ।
পূর্বপশ্চিমবিডি/পিএস