আশুলিয়ায় বিদেশি অস্ত্র-গুলিসহ আটক ১

সাভারের আশুলিয়ায় একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ভর্তি এক রাউন্ড গুলি ও একটি চাকুসহ শান্ত মন্ডল (২২) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৩১ মে) দুপুরে পাড়াগ্রামের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক শান্ত মন্ডল আশুলিয়ার নয়াপাড়া এলাকার আব্বাস আলী মন্ডল এর ছেলে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে শান্ত মন্ডল নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ম্যাগজিন ভর্তি এক রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি অবৈধ ভাবে বিভিন্ন সময় জমি দখলের ঘটনায় অস্ত্রধারী ভাড়াটে হিসেবে কাজ করত। এঘটনায় আটক এই সন্ত্রাসীরে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
পিপিবিডি/অ-ভি