Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯, ২ কার্তিক ১৪২৬
  • ||

সুনামগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে রাস্তায় নামলো হাজারো শিক্ষার্থী

প্রকাশ:  ১৬ মে ২০১৯, ১৭:২৯ | আপডেট : ১৬ মে ২০১৯, ১৭:৩৫
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট icon

সড়ক সংস্কারের দাবিতে সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী শ্রেণিকক্ষ ছেড়ে এবার সড়কেই দাঁড়ালো।

বছরের পর বছর ধরে বিদ্যালয়ে যাতায়াতের সড়কে জলাবদ্ধতা, কাঁদামাটি ময়লার স্তুপ না সড়ানোর কারণে অভিনব প্রতিবাদ এবং সংশ্লিষ্টদের নিকট সড়ক সংস্কারের দাবি তুলে ধরতে সম্প্রতি হাজারো শিক্ষার্থী নেমে এল সড়কের ওপর।

উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানান, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়, জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয়, রহমানীয়া আওয়ামী দাখিল মাদ্রাসা, বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় , বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজ ও অন্যান্য একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে থাকা ৭-৮ হাজার শিক্ষার্থী, শিক্ষক বাদাঘাট বাজারকে ঘিরে জনবহুল চারটি সড়কে প্রতিনিয়ত যাতায়াত করেন।

শিক্ষার্থীরা ক্ষোভের সঙ্গে জানান, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠানগামী উপজেলার পাঠানপাড়া দিঘিরপাড় বাদাঘাট বাজার হয়ে বাদাঘাট হাসপাতাল সড়কের অর্ধশতাধিক স্থানে ভাঙাচোড়া বড় বড় গর্তের সৃষ্টি হয়ে সারা বছর কাঁদামাটি, জলবদ্ধতা লেগে থাকে। এছাড়া বিদ্যালয়ের প্রবেশ মুখেই পড়ে রয়েছে বাজারের ময়লা আবর্জনার বড় বড় স্তুপ।

সড়কের ওপর দিয়ে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল, বাইসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচল তো তো দূরের কথা সামান্য বৃষ্টি হলে খালি পায়ে হেঁটেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতায়াত করা যায় না।

উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালযের দশম শ্রেণির শিক্ষার্থী কবির হোসেন ও মুরশিদা বেগম বললেন, আমাদের দাবি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, জেলা ও উপজেলা প্রকৌশল অফিসের দায়িত্বশীলরা, এমনকি প্রশাসনের দায়িত্বশীলারাও সরজমিনে এসে সড়কগুলোর বেহাল বাস্তব চিত্র ও জনদুভোর্গর বিষয়টি দেখে যান। শিগগিরই সড়কগুলোর আশেপাশ থেকে ফুটপাতের দোকানপাঠ, ময়লার স্তুপ সড়ানো, জলবদ্ধতা দূরীকরণ, সড়কগুলো নতুন করে মেরামত, সংস্থার এবং নতুন করে সড়কগুলো প্রশস্থকরণসহ জনদুর্ভোগ লাঘবে যাবতীয় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করবেন।

বুধবার উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর ইসলাম দানু শিক্ষা প্রতিষ্ঠান ও জনচলাচলগামী সড়কগুলোর নাজুক অবস্থার কথা তুলে ধরে জানান, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্ধ, উপজেলা প্রকৌশল অধিদফতরের দায়িত্বশীলদের ও প্রশাসনের বিভিন্ন দফতরে বছরের পর বছর ধরে এসব সড়কের দুভোর্গর চিত্র তুলে ধরে সংস্কারের দাবি জানানো হয়েছে। কিন্তু এ ব্যাপারে কোনো রকম উদ্যোগ গ্রহণ করা হয়নি।

বুধবার তাহিরপুর এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. সাইদুল্লাহ মিয়াকে বাদাঘাটের শিক্ষাপ্রতিষ্ঠানগামী সড়কগুলোর বেহাল অবস্থার কথা জানিয়ে সড়কগুলো সংস্থার, মেরামত বা পুন:নির্মাণের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এসব সড়ক মেরামত, সংস্কার বা পুন:নির্মাণের কোনোরকম প্রকল্পই আমরা গ্রহণ করিনি।

পিপিবিডি/এস.খান

সুনামগঞ্জ,তাহিরপুর,শিক্ষার্থী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত