চাহাল ম্যাচসেরা হওয়ায় খুশিতে নাচলেন হবু স্ত্রী
-image-1600807881.jpg)
যুজবেন্দ্র চাহালের নৈপুণ্যে জয় দিয়ে আইপিএল মিশন শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সোমবার দলটির ১০ রানের জয়ে ম্যাচসেরা ছিলেন চাহাল। টিভিতে যা দেখে খুশিতে নেচে ওঠেন চাহলের হবু স্ত্রী ধনশ্রী ভার্মা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেই নাচের ভিডিও ভাইরাল হয়েছে এরই মধ্যে।
সম্পর্কিত খবর
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বেঙ্গালুরুর জয়টা অবশ্য মোটেও সহজ ছিল না। একটা সময় মনে হচ্ছিল জনি বেয়ারস্টো-মনিশ পান্ডে জুটি অনায়াসেই ১৬৪ রানের লক্ষ্যে পৌঁছে যাবে।
কিন্তু ১৬তম ওভারে পর পর দুই বলে জনি বেয়ারস্টো আর বিজয় শংকরের উইকেট তুলে নেন চাহাল। আর তাতেই জয়ের সুবাস পেয়ে যায় বিরাট কোহলির দল। ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন চাহাল। ম্যাচের সেরা হন তিনি।
টিভিতে সেই দেখে খুশিতে নাচতে শুরু করে দেন চাহালের হবু স্ত্রী ধনশ্রী ভার্মা। আগস্ট মাসেই পেশায় চিকিৎসক, ইউটিউবার ও কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মার সঙ্গে বাগদান পর্ব সেরেছেন চাহাল।
পূর্বপশ্চিমবিডি/জেআর