আমি অবসর থেকে ফিরে আসছি: গেইল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে দুটো সেঞ্চুরি করেছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। সেঞ্চুরি দুটোই এসেছে পরপর দুই ম্যাচে। টুর্নামেন্টটি সবগুলো আসর মিলিয়ে এর আগে পাঁচবার ১০০ রানের গন্ডি পেরিয়েছিলেন তিনি। আর রোববার (২১ মে) গুজরাট টাইটান্সের বিপক্ষে সবশেষ সেঞ্চুরিতে হয়ে গেলেন এ টুর্নামেন্টের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান।
কোহলির আগে আইপিএলের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটি ক্রিস গেইলের দখলে ছিলো। নিজের রেকর্ড ভাঙলেও কোহলির সাফল্যে বেশ আনন্দিত গেইল।
সম্পর্কিত খবর
সাবেক সতীর্থের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, বিরাট কোহলিকে কখনো সন্দেহ করবেন না। অসাধারণ ইনিংস। দারুণ খেলেছে সে। বিরাট তার দলকে জেতার মতো একটি অবস্থানে নিয়ে গেছে।
এসময় মজার ছলে ক্রিস গেইল আরো বলেন, বিরাট এবং ফাফ খুবই ভালো ব্যাটিং করেছে। তবে কোহলি এ দিন একটু বেশিই ভালো খেলেছে। খুব দারুণ একটি ইনিংস খেলেছে। সে ইউনিভার্স বসকে অতিক্রম করেছে। আমি অবসর থেকে ফিরে আসছি। পরের বছর দেখা হবে বিরাট।
কয়েকদিন আগে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাস্ট উইন গেইমে সেঞ্চুরি করেছিলেন কোহলি। গুজরাট টাইটান্সের বিপক্ষেও বাঁচা-মরার ম্যাচে করলেন সেঞ্চুরি। তার দারুণ ব্যাটিংয়েই গুজরাটকে ১৯৮ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পেরেছিলো ব্যাঙ্গালুরু। পরে অবশ্য শুভমান গিলের সেঞ্চুরিতে কোহলির বীরত্বগাঁথা ভেস্তে গিয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম