এশিয়ান গেমসে যাচ্ছে পুরুষ ফুটবল দল

আগামী এশিয়ান গেমসে নারী ফুটবল দলের পাশাপাশি পুরুষ দলও অংশ নেবে। মঙ্গলবার (১৬ মে) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এ কথা জানান।
চীনের হ্যাংজু প্রদেশে এবারের এশিয়ান গেমস আয়োজিত হবে। এই উপলক্ষ্যে বুধবার (১৭ মে) আয়োজিত হবে ফান রান ইভেন্ট। সেই বিষয়েই আজ বিওএ ভবনে এক সংবাদ সম্মেলন আয়োজিত হয়। সংবাদ সম্মেলনের পরে সাংবাদিকদের মুখোমুখি হন সৈয়দ শাহেদ রেজা। সেখানেই এশিয়ান গেমসে পুরুষ ফুটবল দল পাঠানোর বিষয়ে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
সম্পর্কিত খবর
সৈয়দ শাহেদ রেজা বলেন, বিষয়টা পক্রিয়াধীন রয়েছে। পুরুষ ফুটবল দল পাঠানোর বিষয়ে আমরা আশাবাদী। প্রথমে সিদ্ধান্ত ছিল পুরুষ ফুটবল দল যাবে। এরপর কমিটির শেষ মিটিংয়ে একটা দ্বিধা-দ্বন্দ্ব ছিল। এরপর আমরা আবার কমিটির মাধ্যমে সবার সিদ্ধান্ত জানতে চেয়েছি। এবার আমাদের সিদ্ধান্ত গোপন ব্যালটের মাধ্যমে আসছে। সকলের কাছে গোপন ব্যালট পাঠানো হয়েছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী পুরুষ ফুটবল দল যাবে।
পুরুষ ফুটবল দলের বিষয়ে বিওএর সভাপতিসহ অন্যান্য কর্মকর্তাদের মনোভাব জেনেছেন মহাসচিব। প্রত্যেকেই পজিটিভ মনোভাব প্রকাশ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম