• রোববার, ০৪ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০
  • ||

পাঁচ ক্রিকেটারকে ছাড়াই দেশে ফিরলো বাংলাদেশ দল

প্রকাশ:  ১৬ মে ২০২৩, ১৮:৫৯ | আপডেট : ১৬ মে ২০২৩, ২২:৫৯
স্পোর্টস ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে পাঁচ ক্রিকেটারকে ছাড়াই দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার (১৬ মে) বিকাল ৫টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে টাইগাররা।

অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম আরো সপ্তাহখানেক ইংল্যান্ডে থাকবেন। দলের সঙ্গে ফেরেননি লিটন দাস ও সাকিব আল হাসানও। লিটন ইংল্যান্ডে আছেন, সাকিবের যাওয়ার কথা যুক্তরাষ্ট্রে।

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে অনায়াস জয়ই পেয়েছিল বাংলাদেশ দল। কিন্তু চেমসফোর্ডের বিরুদ্ধ কন্ডিশনে বেশ চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়েছে তামিম ইকবালদের। প্রথমটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয়টিতে তিন উইকেট ও শেষ ম্যাচে ৪ রানে জয় পায়।

দেশে এসে আপাতত কিছুদিন বিশ্রামে কাটাবেন ক্রিকেটাররা। এরপর জুনে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ফরম্যাটের সিরিজ খেলবে বাংলাদেশ। মে মাসের শেষদিকে আবার প্রস্তুতি শুরু হবে টিম বাংলাদেশের। আগামী ১০ জুন বাংলাদেশে টেস্ট খেলতে আসার কথা রয়েছে আফগানদের।

পূর্বপশ্চিমবিডি/এসএম

দল,বাংলাদেশ,দেশ,ক্রিকেটার
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close