• সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
  • ||

সাফের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

প্রকাশ:  ১৩ মে ২০২৩, ২১:৩৬
স্পোর্টস ডেস্ক

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন রফিকুল ইসলাম ও মুরাদ হোসেন।

শনিবার (১৩ মে) বাফুফের জাতীয় দলের সভা শেষে দল ঘোষণা করা হয়।

আগামী ২১ জুন থেকে ভারতে অনুষ্ঠিত হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ।

এ দিকে জাতীয় দলে ডাক পাওয়া এলিটা কিংসলেকেও রাখা হয়েছে সাফের টুর্নামেন্টে। ৩৫ সদস্যের দলে ফিরেছেন আবু সাঈদ, ইয়াসিন আরাফাত, ঈশা ফয়সাল, মোহাম্মদ হৃদয়, মেহেদী হাসান রয়েল ও মেহেদী হাসান মিঠু। আগামী দুই দিনের মধ্যে সাফের কাছে এই স্কোয়াডের তালিকা জমা দিতে হবে।

সাফের এ টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ৪ জুন ঢাকায় শুরু হবে প্রস্তুতি। এরপরে ১৫ জুন কম্বোডিয়ায় গিয়ে দলটির বিপক্ষে ফিফা উইন্ডোতে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শেষে গন্তব্য হবে ভারতের বেঙ্গালুরুতে।

৩৫ সদস্যের প্রাথমিক দল

গোলরক্ষক: আনিসুর রহমান , শহিদুল আলম সোহেল, মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: ইয়াসিন আরাফাত, কাজী তারিক রায়হান, বিশ্বনাথ ঘোষ, মুরাদ হোসেন, আলমগীর মোল্লা, টুটুল হোসেন, তপু বর্মন, ঈশা ফয়সাল, সাদ উদ্দিন, রিমন হোসেন, মেহেদী হাসান মিঠু, রহমত মিয়া।

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আবু সাঈদ, শাহরিয়ার ইমন, মাশুক মিয়া, সোহেল রানা, মজিবুর রহমান জনি, রবিউল হাসান, মেহেদী হাসান রয়েল, মোহাম্মদ হৃদয়।

ফরোয়ার্ড: এলিটা কিংসলে, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম, রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ, আমিনুর রহমান সজীব, মতিন মিয়া।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ঘোষণা,দল,প্রাথমিক,বাংলাদেশ,সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close