পাকিস্তানকে সিরিজ হারের লজ্জা দিলো আফগানিস্তান

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছে আফগানিস্তান। সে সঙ্গে তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গিয়ে পাকিস্তানের বিপক্ষে স্মরণীয় সিরিজ জয়ও নিশ্চিত করেছে রশিদ খানের দল।
রোববার (২৬ মার্চ) শারজাতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৩০ রান পাকিস্তান। জবাবে ১ বল ও ৭ উইকেট হাতে রেখে দুর্দান্ত এক জয় তুলে নেয় আফগানিস্তান।
সম্পর্কিত খবর
শুরুতে ব্যাট করতে নামা পাকিস্তানের প্রথম ওভারেই জোড়া শিকার করেন আফগান পেসার ফজলহক ফারুকি। ইনিংসের দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয় সাজঘরে ফেরেন ওপেনার সাইম আইয়ুব। রানের খাতাটাও খুলতে পারেননি তিনি। পরের বলে আব্দুল্লাহ শফিককে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ফারুকি। টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে টানা চার ইনিংসে ডাক মারার রেকর্ড গড়েন শফিক।
শুরুর ধাক্কার পর প্রথম দশ ওভারে সেভাবে রান পায়নি পাকিস্তান। ৬৩ রানেই হারায় ৫ উইকেট। তবে ষষ্ঠ উইকেটে ৬৬ রানের জুটিতে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন ইমাদ ওয়াসিম ও শাদাব খান। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ২৫ বলে ৩২ রান করেন শাদাব। অন্যদিকে ৫৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ৬৪ রানে অপরাজিত থাকেন ইমাদ। কিন্তু দিনশেষে ভেস্তে যায় তার ইনিংস।
৪ ওভারে এক মেডেনসহ ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ফারুকি। এছাড়া একটি করে উইকেট নেন রশিদ খান, নাভিন উল-হক ও করিম জানাত।
জবাব দিতে নেমে পাকিস্তানের মতো অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারায়নি আফগানরা। দ্বিতীয় উইকেটে ৫৬ রানের জুটি গড়েন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। কিন্তু সেজন্য ৬৮ বল খরচ করেন তারা। আফগানদের জয়ের পথটা খানিকটা কঠিন হয়ে যায়। গুরবাজ ব্যক্তিগত ৪৪ রানে ফেরার পর জাদরানও (৩৮) খুব বেশিক্ষণ টেকেননি। তবে উইকেট হাতে থাকায় আত্মবিশ্বাস টলেনি তাদের।
চতুর্থ উইকেটে ১৫ বলে অবিচ্ছিন্ন ৩১ রানের জুটিতে লক্ষ্যকে হাতের নাগালে আনেন নাজিবুল্লাহ ও মোহাম্মদ নবি। শেষ দুই ওভারে জয়ের জন্য ২২ রান প্রয়োজন ছিলো তাদের। তবে নাসিম শাহর করা ১৯ তম ওভারে ১৭ রান আদায় করে নেন দু’জনে। তাই শেষ ওভারে খুব একটা চাপ পড়েনি। ১২ বলে ২ চার ও ১ ছয়ে ২৩ রানে অপরাজিত ছিলেন নাজিবুল্লাহ। অপরদিকে ৯ বলে ১৪ রান করেন নবি।
পাকিস্তানের হয়ে একটি করে উইকেট শিকার ইহসানউল্লাহ ও জামান খানের।
পূর্বপশ্চিমবিডি/এসএম