পারফরম্যান্সের কারণে বাদ পড়েছে আফিফ: হাথুরু

বাংলাদেশের হয়ে রেকর্ড টানা ৬১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন আফিফ হোসেন। দলে একদম জায়গা পাকা হয়ে গিয়েছিলো তার। তবে সেই জায়গা এখন আর নেই। আর না থাকার একমাত্র কারণ বাজে পারফরম্যান্স। এমনটাই জানিয়ে দিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
২০১৯ সালের সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো আফিফ একাদশ থেকে বাদ পড়েন ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে। এরপর আয়ারল্যান্ড সিরিজে স্কোয়াডেই রাখা হয়নি তাকে।
সম্পর্কিত খবর
আইরিশদের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানান, সবার মতো দরজা খোলা আছে আফিফের জন্যেও।
চট্টগ্রামে রোববার তিনি বলছিলেন, সে দলের বাইরে আছে এখন। তার এখন যা করা দরকার, তাই করতে হবে। গিয়ে রান করতে হবে। আমি তার সঙ্গে কিছু জায়গায় উন্নতির ব্যাপারে কথা বলেছি। যদি সে এটা করতে পারে, তাহলে যদি দলে কাউকে লাগে। তাহলে সবার মতোই সেও সুযোগ পাবে।
জাতীয় দলের জার্সিতে ৬২ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন আফিফ। যেখানে ১২০.২৮ স্ট্রাইক রেট ও ২১.২৫ গড়ে ১০২০ রান করেছেন তিনি। সাম্প্রতিক সময়টা অবশ্য ভালো যাচ্ছিলো না তার। সর্বশেষ ৩০ ছাড়ানো ইনিংস ছিলো ছয় ইনিংস আগে।
আফিফ কি তাহলে পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছেন? এমন প্রশ্নে হাথুরুর জবাব, অবশ্যই। তার চেহারার কারণে না, পারফরম্যান্সের জন্যই। যে কেউ বাদ পড়লেই সেটা পারফরম্যান্সের কারণে। কখনো কখনো আবার কৌশলগত কারণে। যদি আমরা আলাদা কিছু করতে চাই, আলাদা কাউকে দেখতে চাই; এটাও কখনো কখনো কারণ হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম