রোনালদোর জোড়া গোলে পর্তুগালের বড় জয়

ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড গড়ার রাতে লিখটেনস্টেইনকে ৪-০ গোলে হারিয়ে উয়েফা ইউরো ২০২৪ বাছাইপর্বে শুভ সূচনা করেছে পর্তুগাল। জোড়া গোল করেছেন সিআরসেভেন।
এ ম্যাচে মাঠে নেমেই নতুন এক রেকর্ড গড়েন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে ১৯৭ ম্যাচ খেলা একমাত্র ফুটবলার এখন এই পর্তুগীজ তারকা। পেছনে ফেলেন কুয়েতের আল মুতাওয়াকে।
সম্পর্কিত খবর
পর্তুগিজ ফরোয়ার্ডের ইতিহাসগড়া এই রাতে শুরুটাও দারুণ করে দল। অষ্টম মিনিটে গোলের দেখা পায় তারা। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে জাল খুঁজে নেন কানসেলো।
বিরতির পর আরো দুর্দান্ত খেলতে থাকে পর্তুগিজরা। ৪৭তম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে তারা। বক্স থেকে বাঁ পায়ের শটে সহজেই জাল খুঁজে নেন সিলভা। তিন মিনিট পর ব্যবধান আরও বাড়ান রোনালদো। বক্সে কানসেলো ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে লক্ষ্যভেদ করেন সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
৫৮তম মিনিটে আবারো জালের দেখা পান রোনালদো। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। পাঁচ মিনিট পর ঠিকই দ্বিতীয় গোল করে বসেন আল নাসর ফরোয়ার্ড। ফ্রি কিক থেকে বুলেট গতির শটে জাল খুঁজে নেন তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএম