ইংল্যান্ডকে হারিয়ে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের

লো স্কোরিং ম্যাচ। তাতেই জমে থাকল রাজ্যের উত্তেজনা। বল হাতে বোলাররা করলেন দারুণ পারফরম্যান্স। ইংল্যান্ডকে আটকে রাখা গেল মাত্র ১১৭ রানে। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ ধারাবাহিক বিরতিতে উইকেট হারালেও শেষ হাসি সাকিবদের।
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছিল ৬ উইকেটে। টানা দুই জয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে প্রথমবারের মতো স্মরণীয় সিরিজ জয়ের কৃতিত্ব দেখাল সাকিব ব্রিগেড। আগামী ১৪ মার্চ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
সম্পর্কিত খবর
প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ। চট্টগ্রামে জয় দিয়ে শুরু। মিরপুরে এসে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের উৎসব। রোববার টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১১৭ রানে অলআউট ইংল্যান্ড। জবাবে বাংলাদেশ লক্ষ্যে পৌঁছায় সাত বল হাতে রেখে, ১২০/৬।