বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি
আর্জেন্টিনার জাতীয় দল এখন ঢাকায়

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে আর্জেন্টিনার জাতীয় কাবাডি দল বাংলাদেশে এসেছে। শুক্রবার (১০ মার্চ) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে লিওনেল মেসির দেশের খেলোয়াড়রা।
১৩ থেকে ২১ মার্চ পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে শুরু হবে ১২ জাতির এই টুর্নামেন্ট। অংশ নেবে বাংলাদেশ, আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, ইরাক, কেনিয়া, মালয়েশিয়া, নেপাল, পোল্যান্ড, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
সম্পর্কিত খবর
২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত প্রথম দুই আসরে ৮টি করে দেশ অংশ নিলেও এবার টুর্নামেন্টের পরিধি বেড়েছে। চারটি দেশ বেশি অংশ নিচ্ছে তৃতীয় আসরে।
আর্জেন্টিনার মধ্য দিয়ে অতিথি দলগুলোর ঢাকায় আসা শুরু হলো। ১২ মার্চ ম্যানেজার্স মিটিংয়ে টুর্নামেন্টের গ্রুপিং, ফিকশ্চার ও ফরম্যাট চূড়ান্ত হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম