বিপিএল
ঢাকায় পৌঁছেছেন সুনীল নারিন ও আন্দ্রে রাসেল
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন দুই ক্যারিবীয় তারকা সুনীল নারিন ও আন্দ্রে রাসেলকে। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে তারা এসে পৌঁছান।
এক বিবৃতিতে এমনটিই জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জানা গেছে, মঙ্গলবার ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবেন রাসেল-নারিনরা।
সম্পর্কিত খবর
কুমিল্লা দলের সঙ্গে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আরো দুই ক্রিকেটার জনসন চার্লস ও চ্যাডউইক ওয়ালটন। তারা বিপিএলের শেষ পর্যন্ত থাকবেন বলেই আশাবাদী কুমিল্লার টিম ম্যানেজমেন্ট।
বিপিএলের শুরুটা তেমন ভালো হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। প্রথম তিন ম্যাচ হেরে যায় তারা। তবে এরপর টানা সাত ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করেছে দলটি। এখন পয়েন্ট টেবিলের তিনে আছে তারা।
পূর্বপশ্চিমবিডি/এসএম