খেলার মাঠে বাংলাদেশের সাবেক ফুটবলারের মৃত্যু
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ২১:২৪

হানিফ রশিদ ডাবলু। ছবি: সংগৃহীত
খেলার মাঠে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ফুটবলার হানিফ রশিদ ডাবলু। ঢাকা সোনালী অতীত ক্লাবের কার্যনির্বাহী সদস্য দলের হয়ে ভারতের শিলিগুড়িতে।
মেরিকো অ্যাগ্রো গোল্ডকাপ নকআউট ভেটেরানস ফুটবল টুর্নামেন্টে সোনালী অতীত ক্লাবের হয়ে খেলতে নেমেছিলেন তিনি। মাঠেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ৫৬ বছর বয়সী ডাবলু।
সম্পর্কিত খবর
মৃত্যুকালে স্ত্রী এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন তিনি। ফুটবল ক্যারিয়ারে দীর্ঘদিন তিনি আরামবাগ ক্রীড়া সংঘ, রহমতগঞ্জ, ফকিরেরপুল ইয়ংমেন্সসহ বিভিন্ন ক্লাবে নিয়মিত খেলেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), সোনালী অতীত ক্লাবসহ অনেক সংগঠন।