• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯
  • ||

বিশ্বকাপ আছে, ম্যারাডোনা নেই

প্রকাশ:  ২৫ নভেম্বর ২০২২, ১৪:০৬
নিজস্ব প্রতিবেদক

বিশ্বকাপ চলছে। চলছে পুরো বিশ্বের ফুটবল উৎসব। শত আনন্দের মাঝেও ফুটবল ভক্তদের তাড়িয়ে বেড়াচ্ছে এক প্রিয় মানুষের চলে যাওয়ার স্মৃতি। বিশ্বকাপ এলেই যেন আরও বেশি করে মনে পড়ে তাকে।

আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা দুই বছর আগে ঠিক এই দিয়ে চলে যান। ২০২০ সালের ২৫ নভেম্বর কোটি ভক্তকে কাঁদিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় বিশ্বকাপজয়ী এ অধিনায়কের। মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো ক্রীড়া বিশ্বে।

সম্পর্কিত খবর

    তবে, আলোচনা-সমালোচনায় তাকে এখনও প্রতিনিয়ত স্মরণ করেন ভক্তরা। বিশ্বকাপ এলে যেন আবারও সরূপে ফেরেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বর্ণিল এ চরিত্র।

    ৮২ সালে বিশ্বকাপের মঞ্চে পা রেখেছিলেন ম্যারাডোনা। একে একে খেলেছেন ৮৬, ৯০ ও ৯৪ এর বিশ্বকাপে। অবসরে যাওয়ার পরও সবসময় আর্জেন্টিনা দলের খেলার সময় উপস্থিত থাকতেন গ্যালারিতে। তার চলে যাওয়ার পর কাতারে বসেছে বিশ্বকাপ। না থেকেও আছেন তিনি।

    এবারের বিশ্বকাপে ভক্তদের জার্সি, টি-শার্ট ও পতাকায় ম্যারাডোনার ছবি। আর্জেন্টিনার ম্যাচের আগে প্রিয় ডিয়েগোর গান গেয়েই স্টেডিয়ামে প্রবেশ করেছেন দর্শকেরা।

    মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close