র্যাঙ্কিংয়ে ৭ ধাপ উন্নতি ফারজানা পিঙ্কির

আইসিসি নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় সাত ধাপ এগিয়েছেন ফারজানা হক পিঙ্কি। ৪৫২ রেটিং নিয়ে ৪৬তম স্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ নারী দলের এই ওপেনার।
সদ্য সমাপ্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পান ফারজানা। কোভিডে আক্রান্ত হবার কারণে আসরের শুরুর দিকে খেলতে পারেননি তিনি। দুই ম্যাচে একটি ফিফটিসহ ৭২ রান করেন পিঙ্কি।
সম্পর্কিত খবর
ফাইনাল ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭টি চারে ৫৫ বলে ৬১ রান করেন এই ডানহাতি অপেনার। যে ম্যাচে আইরিশদের হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ।
মঙ্গলবার নারী ক্রিকেট র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এতে, ফারাজানার মতো উন্নতি হয়েছে মিডল-অর্ডার ব্যাটার রুমানা আহমেদেরও। যদিও মাত্র এক ধাপ উন্নতি হয় তার। ৩৭১ রেটিং নিয়ে ৬২তম স্থানে উঠেছেন রুমানা। ফাইনালে ২১ রানসহ পুরো আসরে ৬০ রান করেন তিনি।