টি-টেনে দল পেলেন বাংলাদেশের ৫ ক্রিকেটার

নাম ছিল বাংলাদেশের সাতজনের। কিন্তু ড্রাফট থেকে দল পেয়েছেন ৪ জন। সাকিব আল হাসান আগেই বাংলা টাইগার্সের আইকন হিসেবে যোগ দেওয়ায় এ নিয়ে আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরে দল পেলেন বাংলাদেশি পাঁচ ক্রিকেটার। সোমবার অনুষ্ঠিত ড্রাফট থেকে নিজেদের দল গুছিয়ে নিয়েছে লিগের ৮ দল।
সোমবারের ড্রাফট থেকে দল পেয়েছেন নুরুল হাসান সোহান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। দল না পাওয়া তিনজন হলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব।
সম্পর্কিত খবর
সাকিবের বাংলা টাইগার্সের ডাক পেয়েছেন সোহান ও মৃত্যুঞ্জয়। মোস্তাফিজকে দলে নিয়েছে টিম আবুধাবি। একদম শেষ দিকে গিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্স দলে ভিড়িয়েছে তাসকিনকে।
আগামী ২৩ নভেম্বর শুরু হয়ে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে টি-টেন লিগের ষষ্ঠ আসরের খেলা। একইসময়ে আবার বাংলাদেশের রয়েছে ভারতের বিপক্ষে সিরিজ। তাই বাংলাদেশের ক্রিকেটারদের টি-টেন লিগে খেলার ব্যাপারে অনিশ্চয়তা রয়েই গেছে।