টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে এনামুল

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম লড়াইয়ে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। তাই প্রথমে ব্যাটিং করবে সফরকারী বাংলাদেশ।
এই ম্যাচ নিয়ে টানা চার ম্যাচ টসে হারল লাল-সবুজের দল। কারণ টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই টসে হেরেছিলেন নুরুল হাসান সোহান-মোসাদ্দেক হোসেনরা।
সম্পর্কিত খবর
জিম্বাবুয়ে সফরে আগের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-২ ব্যবধানে হেরে চাপে আছে তামিম ইকবালের দল। তবে নিজেদের ‘প্রিয়’ ফরম্যাট ওয়ানডে ক্রিকেটে এখন এক বড় নাম বাংলাদেশ। ২০১৫ সাল থেকে একদিনের ফরম্যাট দারুণ ছন্দে আছে টাইগাররা।
ওয়ানডেতে আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান যেখানে সপ্তম, সেখানে জিম্বাবুয়ে আছে ১৫-তে। তাছাড়া ২০১৩ সালের পর কোনো ওয়ানডে ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে হারেনি বাংলাদেশ। ওই সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ ম্যাচেই জিতেছে তারা। তাই আজ নির্ভার হয়েই মাঠে নামার কথা তামিমদের। যদিও আগের দিন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার দলপতি জানিয়েছেন সতর্কই আছেন তার দল নিয়ে।
পূর্বপশ্চিম/ম