তুর্কমেনিস্তানের কাছে ২-১ গোলে হারল বাংলাদেশ
প্রকাশ: ১১ জুন ২০২২, ১৭:২৮ | আপডেট : ১১ জুন ২০২২, ১৭:৩০

এশিয়ান কাপ বাছাইয়ে দ্বিতীয় ম্যাচেও পরাজয়ের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ।শনিবার (১১ জুন) কুয়ালালামপুরের বুকিত জলিল স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের কাছে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
তুর্কমেনিস্তানের হয়ে গোল করেছেন আলতিমিরাত ও আমানোভ। বাংলাদেশকে হয়ে একমাত্র গোলটি করেন মোহাম্মদ ইব্রাহিম।
ম্যাচের শুরুতেই গোল হজম করে বাংলাদেশ। তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগেনি। এরপর চলতে থাকা আক্রমণ-পাল্টা আক্রমণ। দ্বিতীয়ার্ধে একই গতিতে চলতে থাকে লড়াই কিন্তু সুযোগ কাজে লাগিয়ে আবারও এগিয়ে যায় তুর্কমেনিস্তান। শেষ দিকে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ নষ্ট করে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
পূর্বপশ্চিম- এনই