আচরণবিধি ভঙ্গ, বাংলাদেশ ছাড়ছেন কামিল মিশ্র
প্রকাশ: ২৪ মে ২০২২, ১৫:৩৬

আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশ সফরের মাঝপথে দেশে ডেকে পাঠানো হচ্ছে শ্রীলঙ্কান ব্যাটার কামিল মিশ্রকে। সফরে তার আচরণ নিয়ে উঠেছে অভিযোগ। যদিও দুই টেস্টের সিরিজের কোনো ম্যাচেই খেলেননি তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
সম্পর্কিত খবর
দেশে ফেরার পর তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আর সেই তদন্তের ভিত্তিতেই তাকে শাস্তি দেবে দেশটি।
এখন অবধি ২১ বছর বয়সী কামিল দেশের হয়ে কোনো টেস্ট খেলেননি। তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এই ম্যাচগুলোতে করেছেন ১৫ রান।
পূর্বপশ্চিমবিডি/এসএম