ধর্ষণের অভিযোগে নিষিদ্ধ জহির

ধর্ষণে অভিযুক্ত হয়ে এখন জেল হাজতে টোকিও অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করা জহির রায়হান। এবার তাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করলো বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) রাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম মন্টুর নামে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্পর্কিত খবর
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী ও শিশু নির্যাতন মামলায় অ্যাথলেট জহির রায়হান গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছে। তার বিরুদ্ধে বিনা অনুমতিতে জাতীয় প্রশিক্ষণ ক্যাম্পে অনুপস্থিত থাকার অভিযোগও করা হয়েছে।
এতে আরো বলা হয়, জহির রায়হানের নৈতিক স্খলন, শৃঙ্খলা ভঙ্গ এবং তার বিরুদ্ধে পূর্বের বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে জাতীয় অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ক্যাম্প থেকে বহিষ্কারসহ অনির্দিষ্টকালের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না এই দৌড়বিদ।
২০১৯ সালে এক নারী অ্যাথলেট জহিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। সেই মামলায় বুধবার গাজীপুরের নারী ও শিশুবিষয়ক ট্রাইব্যুনালে হাজির হয়ে জহির আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে তাকে হাজতে প্রেরণ করা হয়।
এর বাইরেও জহিরের বিরুদ্ধে আরো এক নারীকে ধর্ষণের অভিযোগ আছে। ওই নারী গত ২ সেপ্টেম্বর জহিরের কর্মস্থলে লিখিত অভিযোগ করেছেন।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি