নিউজিল্যান্ড না যেতে বিসিবিকে চিঠি সাকিবের

ঘরের মাঠে চলতি পাকিস্তান সিরিজ শেষ করেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দেবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে কিউইদের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুটি টেস্ট খেলবে টাইগাররা। সাকিব আল হাসানকে নিয়েই এ সফরের জন্য (শনিবার) ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বশেষ খবর, দল ঘোষণার একঘণ্টা পর বোর্ডে চিঠি দিয়ে নিউজিল্যান্ড সফরে যেতে না চেয়ে চিঠি দিয়েছেন সাকিব আল হাসান।
সম্পর্কিত খবর
জানা গেছে, জরুরি পারিবারিক কারণে নিউজিল্যান্ড যেতে অপারগতা প্রকাশ করেছেন সাকিব। যদিও বিষয়টা নিয়ে অনেকেই মুখে কুলুপ এঁটে বসেছেন।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং বিসিবি পরিচালক জালাল ইউনুস গণমাধ্যমকে জানিয়েছেন, সাকিবের চিঠি দেওয়ার বিষয়টি। তিনি জানিয়েছেন, সন্ধ্যার পরই বিসিবির কাছে নিউজিল্যান্ড সফরে যেতে না চেয়ে ছুটির ব্যাপারে চিঠি দিয়েছেন।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি