মাহমুদউল্লাহর প্রেস-কনফারেন্সে বিঘ্ন ঘটিয়ে দুঃখ প্রকাশ স্কটল্যান্ডের

ম্যাচ হেরে বিষণ্ন মনে প্রেস-কনফারেন্স রুমে এসেছিলেন মাহমুদউল্লাহ। তখন অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় তার কথোপকথন। সংবাদ সম্মেলনটা নির্বিঘ্নেই হওয়ার কথা ছিল। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে মাত্রাছাড়া উদযাপনে ব্যস্ত হয়ে পড়েছিল স্কটল্যান্ড। তাদের খেলোয়াড়দের উল্লাসধ্বনিতে চাপা পড়ে যাচ্ছিল মাহমুদউল্লাহর সব কথা!
ভিডিওতে দেখা যায়, সাংবাদিকের করা প্রশ্নের উত্তর দিবেন কী? উল্টো মাহমুদউল্লাহ তখন দাঁতে দাঁত চেপে স্কটিশদের উল্লাসধ্বনি শুনছিলেন।
সম্পর্কিত খবর
পরে অবশ্য সংবাদ সম্মেলনের ওই অংশ কেটে মজার ছলে দুঃখ প্রকাশ করেছে স্কটল্যান্ড। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ৫৩ সেকেন্ডের ভিডিও আপলোড করে সেখানে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘দুঃখিত, আমরা পরেরবার এটা (উদযাপনের আওয়াজ) নামিয়ে রাখবো।’
স্কটিশরা আইসিসির সহযোগী সদস্য হওয়ার কারণে পূর্ণ সদস্য দেশগুলোর সঙ্গে খুব একটা ম্যাচ খেলার সুযোগ হয় না। সেই কারণেই ২০১২ সালের পর ২০২১ সালে দ্বিতীয় বার দেখা হলো দুই দলের। দুবারই জয়ী দল স্কটল্যান্ড। পরেরবার দেখাতে যে ব্যবধান ৩-০ হবে, ফেসবুকে সেটাই যেন প্রচ্ছন্ন ভাবে জানিয়ে রাখলো স্কটিশরা।
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগেও এক প্রকার প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছিলেন স্কটিশ কোচ শেন বার্জার, ‘আমরা জানি, নিজেদের সেরাটা খেলতে পারলে আমরা সব দলকেই বিপাকে ফেলতে পারবো, এটা সহজ হিসাব। সংক্ষিপ্ততম সংস্করণ সব দলকেই কাছাকাছি নিয়ে আসে। আমরা জানি, আমাদের সামর্থ্য আছে। প্রথম রাউন্ডের ম্যাচগুলোয় বাংলাদেশকে আমরা পিএনজি বা ওমানের চেয়ে ওপরে কোথাও দেখি না।’
পূর্বপশ্চিমবিডি/আর