করোনায় আক্রান্ত ইরফান পাঠান

রোড সেফটি সিরিজ যে এভাবে করোনা সংক্রমণ সিরিজে পরিণত হবে, কে জানতো! এবার সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানও কোভিড পজিটিভ হলেন। তিনি আইসোলেশনে বলে টুইট করে জানিয়েছেন।
ইরফান একটি টুইট করে জানান, এক্ষেত্রে তার কোনো পূর্বলক্ষণ দেখা যায়নি।
সম্পর্কিত খবর
ছত্রিশ বছরের এ ক্রিকেটার জানান, তিনি বাড়িতেই আইসোলেশনে থাকবেন। শুধু তাই নয়, তিনি অনুরোধ করেছেন, এই সময়-পর্বে যারা যারা তার সংস্পর্শে এসেছেন দয়া করে তারাও যেন নিজেদের কোভিড টেস্টটি করিয়ে নেন।
প্রসঙ্গত, ইরফানের আগেই কোভিড আক্রান্ত হয়েছেন শচিন টেন্ডুলকার, ইউসুফ পাঠান এবং মিডল অর্ডার ব্যাটসম্যান বদ্রীনাথ। কেন এভাবে ক্রিকেটাররা একের পর এক কোভিড আক্রান্ত হচ্ছেন, তা নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্ট মহল। তা হলে কি ‘রোড সেফটি সিরিজ’ই এর জন্য কোনো ভাবে দায়ী?
এই প্রশ্ন উঠছে কারণ, দর্শকপূর্ণ স্টেডিয়ামে রোড সেফটি সিরিজের ফাইনাল শেষ হওয়ার পরেই শচিন করোনায় আক্রান্ত হওয়ার খবর শোনা গিয়েছিলো। আক্রান্ত হওয়ার পরেই একটি টুইটে তিনি লেখেন, কোভিডকে দূরে রাখার জন্য আমি নিয়মিত কোভিড পরীক্ষা করাচ্ছিলাম এবং সব রকমের সতর্কতা অবলম্বন করছিলাম।
তিনি জানিয়েছিলেন, তিনি হোম কোয়ারেন্টিনে থাকবেন। পাশাপাশি তার পাশে থাকার জন্য তিনি সমস্ত স্বাস্থ্যকর্মীকে ধন্যবাদ জানান।
মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। প্রায় প্রতিদিনই একের পর এক তারকা টুইট করে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানাচ্ছেন।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি