১৫ কোটির অলরাউন্ডারকে নিয়ে দুশ্চিন্তায় আরসিবি
-image-1614936720.jpg)
স্পোর্টস ডেস্ক
আইপিএল নিলামে ১৫ কোটি টাকা দিয়ে দলে নেওয়া কাইল জেমিসনকে নিয়ে আরসিবির ঘোর দুশ্চিন্তায় থাকা স্বাভাবিক। কেননা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে এখনও পর্যন্ত ব্যাটে-বলে চূড়ান্ত ব্যর্থ নিউজিল্যান্ডের অলরাউন্ডার।
সম্পর্কিত খবর
মূলত পেসার অলরাউন্ডার হওয়ায় জেমিসন ব্যাটিং করেন নীচের দিকে। যদিও যতোটুকু ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন, তাতে নজর কাড়তে পারেননি তিনি। তবে সিরিজে বল হাতে ভয়ঙ্কর রকম খারাপ পারফর্ম্যান্স তার।
প্রথম ম্যাচে ৩ ওভারে ৩২ রান দিয়ে ১টি উইকেট নেন জেমিসন। দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে খরচ করেন ৫৬ রান। কোনো উইকেট পাননি। তৃতীয় ম্যাচে ৪ ওভারে ৩৮ রান দিয়েছেন কাইল। কোনো উইকেট তুলতে পারেননি। এবার অজিদের বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচে ৪ ওভারে ৪৯ রান খরচ করেও উইকেট তুলতে ব্যর্থ হন তিনি। এদিন শেষ ওভারে তাকে ৪টি ছক্কা হাঁকান অজি দলনায়ক অ্যারন ফিঞ্চ।
সুতরাং, এ পর্যন্ত চলতি টি-২০ সিরিজে ১৫ ওভার বল করে ১৭৫ রান খরচ করেছেন কাইল জেমিসন। উইকেট নিয়েছেন মাত্র ১টি। ওভার প্রতি প্রায় ১২ রান করে উপহার দিয়েছেন জেমিসন। ব্যাট হাতে চার ম্যাচে তাঁর সংগ্রহ সাকুল্যে ৪১ রান। শেষ ম্যাচে ১৮ বলে ৩০ রান করলেও দলকে জয় এনে দিতে পারেননি তিনি।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি