৪শ’ উইকেটের মাইলস্টোনে অশ্বিন

ফের মাইলস্টোনে রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪শ’ উইকেটের গণ্ডি টপকালেন ভারতীয় এই অফ-স্পিনার। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মোতেরায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে জোফরা আর্চারকে আউট করে মাইলস্টোনে পৌঁছান অশ্বিন।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্বের সবচেয়ে বৃহৎ স্টেডিয়ামে প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক ভারত। প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১১২ রানে অলআউট হয়েছিলো ইংল্যান্ড।
সম্পর্কিত খবর
জবাব দিতে নেমে দ্বিতীয় দিন ৩ উইকেটে ১১৪ রান থেকে ১৪৫ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক ভারতও। ফলে মাত্র ৩৩ রানের লিড পায় ভারত। ইংলিশ অধিনায়ক জো রুটের মত বোলার মাত্র ৮ রান দিয়ে নেন ৫ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আরও বাজে অবস্থা ইংল্যান্ডের। ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে মাত্র ৮১ রানেই অলআউট হয়ে গেছে ইংল্যান্ড। ৫ উইকেট নিয়েছেন অক্ষর, চারটি নিয়েছেন অশ্বিন এবং একটি নিয়েছেন ওয়াশিংটন সুন্দর।
এর ফলে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছেন কেবল ৪৯ রানের।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি