অস্ট্রেলিয়ান ওপেনের ঠিক আগে করোনায় আক্রান্ত মারে
-image-1610698108.jpg)
আগামী ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বুকে শুরু হতে চলেছে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন। তার আগেই এলো এক খারাপ খবর। মেলবোর্ন পার্কে নামার আগেই করোনায় আক্রান্ত হলেন উইম্বলডন জয়ী অ্যান্ডি মারে।
ঘোরতর সংশয়ের মুখে পড়ে গেলো তার অস্ট্রেলিয়ান ওপেনে খেলা। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করতে যাওয়ার আগে মারের করোনা টেস্ট করা হয়। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে লন্ডনে নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন টেনিস তারকা।
সম্পর্কিত খবর
আর এই করোনার জন্য বছরের প্রথম গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা অস্ট্রেলিয়ান ওপেনে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ না এলে অস্ট্রেলিয়ার সরকার বাইরে থেকে আসা কোনো ব্যক্তিকেই দেশে প্রবেশের অনুমতি দেবে না। অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পরে ১২০০’র বেশি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের ১৪ দিনের নিভৃতবাস পর্ব কাটাতে হবে।
প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি থেকে শুরু অস্ট্রেলিয়ান ওপেন। টুর্নামেন্টের ডিরেক্টর ক্রেইগ টেইলি জানান, করোনার জন্য গ্র্যান্ডস্ল্যাম আয়োজনে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছিলেন অ্যান্ডি।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি