ফের বর্ণবৈষম্যের শিকার সিরাজ, দর্শক সরালো পুলিশ
-image-1610274622.jpg)
সিডনিতে চতুর্থ দিনেও উঠলো বর্ণবৈষম্যের অভিযোগ। এদিনও দর্শকদের মধ্যে থেকে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয় বলে আম্পায়ারদের জানায় ভারতীয় দল। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। কিছু দর্শককে বার করে দেওয়া হয় মাঠ থেকে।
চা বিরতিতে যাওয়ার কিছু আগে সিরাজের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করলে তিনি অধিনায়ক অজিঙ্ক রাহানেকে জানান। আম্পায়ারদের সঙ্গে কথা বলেন ভারত অধিনায়ক। মাঠের ২ আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় ম্যাচ রেফারিদের সঙ্গে।
সম্পর্কিত খবর
রাহানে, সিরাজদের কাছে জানতে চাওয়া হয় কোন জায়গা থেকে এমন মন্তব্য করা হচ্ছে। তারা সেই দিকের দর্শকদের দেখিয়ে দিলে পুলিশের সাহায্যে মাঠ থেকে বার করে দেওয়া হয় সেই জায়গায় বসে থাকা দর্শকদের।
তৃতীয় দিনেও একই অভিযোগ উঠেছিলো। সিরাজ এবং যশপ্রীত বুমরার বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয় বলে লিখিত ভাবে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকে অভিযোগ জানায় ভারতীয় বোর্ড। চতুর্থ দিন ফের একই ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে দেখা যায় আম্পায়ারদের।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি