অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন ফেদেরার
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০, ১৫:০৩

হাঁটুর চোটে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন ২০ বার গ্র্যান্ড স্ল্যাম জেতা সুইশ তারকা রজার ফেদেরার। তার পুরোনো চোট ঠিক হয়নি এবং সেরে ওঠার প্রক্রিয়া এখনো চলছে।
সোমবার (২৮ ডিসেম্বর) আয়োজকদের তরফ থেকে এই খবর জানানো হয়।
সম্পর্কিত খবর
৩৯ বছর বয়সী এই তারকা ফেব্রুয়ারিতে শেষবার টেনিস কোর্টে নেমেছিলেন। কিছুদিন আগেই তিনি ফের অনুশীলন শুরু করেছিলেন এবং ৮ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ান ওপেনে তার নামা নিশ্চিত ছিলো।
২০০০ সাল থেকে কখনো অস্ট্রেলিয়ান ওপেনে ফেদেরার নেই এমন হয়নি। মেলবোর্নের দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ফেদেরার।
আয়োজক কমিটির প্রধান বলেন, আরো একটু সময় পেলে ফেদেরার হয়তো খেলতে পারতেন। ফেদেরার নিজেও হতাশ এই টুর্নামেন্টের অংশ হতে না পেরে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি