ভালো আছেন মাশরাফি
প্রকাশ: ৩০ জুন ২০২০, ১৯:১৮

গত ২০ জুন করোনা পজিটিভ হন মাশরাফি। সে হিসেবে আগামী ৪ জুলাই ১৪ দিন পূর্ণ হবে। সেই দিন হয়তো দ্বিতীয়বার করেনা টেস্ট করাবেন দেশের ক্রিকেটের এ জীবন্ত কিংবদন্তি। তার আগে আজকের খবর, ভালো আছেন মাশরাফি।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে মাশরাফি জানান, তার শরীর এখন বেশ ভালো । তিনি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এবং কোনোরকম সমস্যা বোধ করছেন না। তবে করোনা টেস্ট করানো হয়নি এখনও।
সম্পর্কিত খবর
তার মানে সেটা দুই সপ্তাহ পূর্ণ হওয়ার পরই করানো হবে। আর যেহেতু শরীর ভালো এখন, সেহেতু সুসংবাদই আসার কথা টেস্টে। প্রিয় ক্রিকেটার করোনা নেগেটিভ হলে তবেই না ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন।
পূর্বপশ্চিমবিডি/জেআর