জার্মান বুন্দেসলিগায় বার্লিনকে পাত্তাই দিল না হার্থা

জার্মান বুন্দেসলিগায় ইউনিয়ন বার্লিনকে পাত্তাই দেয়নি হার্থা বার্লিন। দর্শকশূন্য স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে করা চার গোলেই জয় পেয়েছে ব্রুনো লাবাদিয়ার শিষ্যরা।
শুক্রবার (২২ মে) অলিম্পিয়াস্টোডিয়নে ম্যাচটি শুরুর আগে করোনায় প্রাণ হারানো মানুষদের জন্য এক মিনিট নীরবতা পালন করেছে দুই দল। ম্যাচের প্রথমার্ধে কোনও গোল করতে পারেনি হার্থা। তবে দ্বিতীয়ার্ধে দুই মিনিটে দুই গোল করে বসে তারা।
সম্পর্কিত খবর
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ফিরে ৫১ মিনিটে ভেদার ইবিসেবিচ এবং ৫২ মিনিটে প্রতিপক্ষ জালে বল প্রবেশ করান দোদি লুকবাকিও। পরে ৬১ মিনিটে ম্যাথুজ কুনহা এবং ৭৭ মিনিটে ডেডরিক বয়াটার গোলে হালি পূরণ করে হার্থা।
নতুন কোচের অধীনে দুই ম্যাচে হার্থার এটি দ্বিতীয় জয়। পুরো ম্যাচে গোলমুখে একটি শটও নিতে পারেনি ইউনিয়ন। এ জয়ের ফলে ২৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে ৩৪ নম্বরে উঠে এসেছে হার্থা বার্লিন। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ইউনিয়নের অবস্থান দশম। শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের পয়েন্ট ৫৮।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি