সাউথ এশিয়ান গেমস
ছেলেদের ক্রিকেট থেকেও এলো স্বর্ণ পদক

সাউথ এশিয়ান (এসএ) গেমসে আরেকটি স্বর্ণ পদক নিজের করে নিলো বাংলাদেশ। এসএ গেমসের টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে স্বর্ণ পদক নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
এসএ গেমসের ইতিহাসে শতভাগ সফল বাংলাদেশ। আসরে এর আগে একবারই ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছিল। ঢাকায় সেবারও স্বর্ণ জেতে বাংলাদেশ। নেপালের কীর্তি পুরে ফাইনাল টস জিতে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর শ্রীলঙ্কার ইনিংস মাত্র ১২২ রানে বেঁধে ফেলে বোলাররা।
সম্পর্কিত খবর
পেসার হাসান মাহমুদ নেন তিন উইকেট। ক্ষিপ্র ফিল্ডিংয়ে লঙ্কান তিন ব্যাটসম্যানকে রানআউট করে বাংলাদেশ। জবাবে ১১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে শান্ত বাহিনী। সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক শান্ত। দুই ওপেনার সাইফ হাসান ৩৩ ও সৌম্য সরকার করেন ২৭ রান।
আরও পড়ুন: স্বর্ণ জিতলো বাংলাদেশ নারী ক্রিকেট দল
পূর্বপশ্চিমবিডি/এসএম