ব্যালন ডি’অর
ব্রাজিলকে ছাড়িয়ে গেল আর্জেন্টিনা
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯, ০২:৪৬

এতদিন দুই দলের ট্রফির সংখ্যা ছিল সমান সমান। তবে এবার লিওনেল মেসি জেতায় ব্রাজিলকে ছাড়িয়ে গেল আর্জেন্টিনাও।
অদ্যাবধি ব্রাজিলের চারজন ফুটবলার ব্যালন ডি অর জিতেছেন। তারা হলেন-রোনালদিনহো, রোনালদো, রিভালদো এবং কাকা। যার মধ্যে রোনালদো দুই-দুইবার ব্যালন ডি অর খেতাব ঝুলিতে পুরেন। বাকি তিনজন একবার করে জিতেছেন এই ট্রফি। বিপরীতে এক মেসিই জিতেছেন ছয়বার।
এ দিকে দেশের দিক বিচারে সবচেয়ে বেশিবার ব্যালন ডি অর গেছে জার্মানি, নেদারল্যান্ডস আর পর্তুগালের ঘরে। এই দেশগুলোর খেলোয়াড়রা সবচেয়ে বেশি সাত বার করে ফরাসি ম্যাগাজিনের পুরস্কার জিতেছেন।
দুইয়ে এখন ফ্রান্সের সঙ্গে আর্জেন্টিনাও। এরপর ৫ বার করে ব্যালন ডি অর গেছে ব্রাজিল ছাড়াও ইতালি, ইংল্যান্ডের ঘরে।
পূর্বপশ্চিমবিডি/জেআর