Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯, ৫ ভাদ্র ১৪২৬
  • ||

ঈদুল আজহায় যে আহ্বান জানালেন সাকিব আল হাসান

প্রকাশ:  ১২ আগস্ট ২০১৯, ১৫:৩৪
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট icon

সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের দুটি প্রধান উৎসবের একটি হলো ঈদুল ফিতর এবং আরেকটি হলো ঈদুল আজহা। রমজানের রোজা পালন শেষে আসে ঈদুল ফিতর যা আমরা বাংলাদেশে রোজার ঈদ নামে জানি। আর ঈদুল আজহাকে আমরা কোরবানির ঈদ বলে জানি। সেই কোরবানির ঈদ আজ আমাদের মাঝে সমাগত। পশু কোরবানির মাধ্যমে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা এই ঈদ পালন করে।

ঈদের এই উৎসবের আমেজ থেকে বাদ যায় না ক্রিকেটাররাও। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যেমন এবার ঈদে তার মাকে নিয়ে পবিত্র হজ্ব পালনে এখন সৌদি আরবে অবস্থান করছেন। এত দূরে মরুর দেশে বসেও তার ভক্ত ও শুভানুধ্যায়ীদের জন্য জানালেন ঈদের শুভেচ্ছা। তিনি তার ভক্তদের উদ্দেশ্যে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘উৎসবের সঙ্গে সঙ্গে ঈদে থাকুক নিরাপত্তা ও সচেতনতা। কোরবানির কারণে যেন আমাদের পরিবেশের কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। একটি পরিচ্ছন্ন কোরবানির ঈদের প্রত্যাশায় সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।’

পূর্বপশ্চিমবিডি/এসএ

সাকিব আল হাসান,ঈদুল আজহা
apps
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত