Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬
  • ||

আবেগের মূল্য দিল না উইন্ডিজ!

প্রকাশ:  ১১ আগস্ট ২০১৯, ১৬:১৫
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট icon

আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেওয়ার আগে ক্রিস গেইলের ইচ্ছে ছিল ভারতের বিরুদ্ধে অন্তত একটি টেস্ট খেলে অবসর নেওয়া।

বিশ্বকাপ চলাকালীনই সেই ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি গেইল। কিন্তু উইন্ডিজের নির্বাচকরা তা শুনলেন না। ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের দলে রাখাই হল না তাকে। যে ১৩ জনের দল ঘোষণা হয়েছে, তাতে বাদ ৩৯ বছরের ক্যারিবিয়ান তারকা।

টি-টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেটে গেইলের রেকর্ড কারোরই অজানা নয়। ক্রিকেট খেলার ধরণই তিনি বদলে দিয়েছেন তার পাওয়ার হিটিংয়ে।

টেস্টেও গেলের রেকর্ড খুব খারাপ নয়। ১০৩টি টেস্ট খেলে ৭২১৪ রান করেছেন তিনি। যার মধ্যে একটা ট্রিপল সেঞ্চুরিও রয়েছে। তবে ফিটনেস সমস্যায় তাকে বরাবরই ভুগতে হয়েছে।

ক্যারিবিয়ান নির্বাচকরা যে তার প্রতি কোনও সহানুভূতি দেখাবেন না, তা হয়তো গেইল স্বপ্নেও ভাবেননি। টেস্ট দলে না থাকায় আগামী বুধবার পোর্ট অফ স্পেনে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলেই অবসর নিতে পারেন গেইল।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

ক্রিস গেইল,উইন্ডিজ
apps
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত