Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬
  • ||

শেষ মহূর্তের গোলে আর্সেনালকে হারিয়ে শিরোপা জিতল বার্সা

প্রকাশ:  ০৫ আগস্ট ২০১৯, ১০:৪৬
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট icon

লুইস সুয়ারেজের শেষ মুহূর্তের ঝলকে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে গাম্পের ট্রফি জিতল বার্সেলোনা। রোববার (০৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় ন্যুক্যাম্পে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসিকে ছাড়াই শিরোপা জিতে মাঠ ছাড়ে এরনেস্তো ভালভেরদের দল।

পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের নৈপুণ্যে ম্যাচের ৩৬তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। সতীর্থের বাড়ানো বল ধরে একজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে গোলটি করেন গ্যাবনের এই ফরোয়ার্ড।

৬৯তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার এইন্সলি মেইটল্যান্ড-নাইলসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে বার্সেলোনা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে জয়সূচক গোলটি করেন উসমান দেম্বেলের বদলি নামা লুইস সুয়ারেস।

বার্সেলোনার প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জুয়ান গাম্পেরের নামানুসারে মৌসুমের শুরুতে এই ম্যাচের আয়োজন করে বার্সেলোন। এবার এই ট্রফির ৫৪তম সংস্করণ হলো।

ম্যাচ শেষে বার্সা কোচ ভালভার্দে বলেন, এটা উপভোগ্য একটা ম্যাচ ছিল। পরিবেশও দারুণ ছিল। আমাদের সমর্থকদের সঙ্গে আবারও মিলতে পারা আনন্দের। আমার মনে হয় আমরা ভালোই খেলেছি। তবে প্রথমার্ধে কিছুটা ছন্দের ঘাটতি ছিল।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

আর্সেনাল,জিতল,বার্সালোনা,শিরোপা
apps
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত