Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২ আশ্বিন ১৪২৬
  • ||

ম্যাচ পরিত্যক্ত হলে লাভ হবে নিউজিল্যান্ডের

প্রকাশ:  ১৩ জুন ২০১৯, ১৬:৫৮
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট icon

চলতি বিশ্বকাপের ১৮তম ম্যাচে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। তবে বৃষ্টির কারণে মাঠের আউটফিল্ড ভেজা থাকায় এ ম্যাচের টস হতে বিলম্বিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ জুন) নটিংহ্যামের ট্রেন্টব্রিজে নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় ম্যাচ শুরুর কথা ছিল। সেই অনুযায়ী বেলা ৩টায় টস হওয়ার কথা ছিল। তবে আউটফিল্ড ভেজা থাকায়নির্ধারিত সময়ে টস হয়নি। গ্রাউন্ডম্যান মাঠ শুকোনোর কাছে ব্যস্ত। মাঠ প্রস্তুত হলেই টস করতে মাঠে নামবে কোহলি এবং উইলিয়ামসন।

তিন ম্যাচে তিনটিতেই জয়ী হয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড টেবিলের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে দুই ম্যাচে শতভাগ জয় নিয়ে ভারতের সংগ্রহে আছে ৪ পয়েন্ট। আজকের ম্যাচের মাধ্যমে টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে দুই দলের সামনেই থাকছে সমান সুযোগ। এই অবস্থায় দাঁড়িয়ে আজকের ম্যাচ যদি ভেস্তে যায়, তা হলে কেমন হতে পারে পয়েন্ট তালিকা?

ইতিমধ্যেই বৃষ্টিতে ভেস্তে গিয়েছে বিশ্বকাপের তিনটে ম্যাচ। আজকেও যদি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, তখন দুই দলের মধ্যে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হবে। নিউজিল্যান্ডের পয়েন্ট হবে ৪ ম্যাচের পর ৭ এবং ভারতের পয়েন্ট হবে ৩ ম্যাচের পর ৫। নিউজিল্যান্ড শীর্ষে থাকলেও ভারত তালিকায় তৃতীয় স্থানে উঠে আসবে।

ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে না যায়, সে ক্ষেত্রে ভারত জিতলে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে উঠে আসবে। ভারত যদি নেট রান রেট বাড়িয়ে নিতে পারে, তা হলে এক নম্বরে উঠে আশার সম্ভাবনাও রয়েছে। অন্য দিকে নিউজিল্যান্ড জিতলে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকবে ও ভারত ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকবে।

পিপিবিডি/অ-ভি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত