মমতার অবস্থা দেখে আমার কষ্ট হচ্ছে: তসলিমা নাসরিন
প্রকাশ: ১১ মার্চ ২০২১, ১৮:৪৯

মমতা বন্দোপাধ্যায়ের এই করুণ অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। ভিড়ের মধ্যে, শুনেছি, কিছু লোক তাকে আক্রমণ করেছে। গোড়ালির হাড়, লিগামেন্ট, ডান কাঁধ... সবখানে আঘাতের চিহ্ন।
আমাদের ভোলা উচিত নয় যে, পুরো ভারতে তিনিই একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি পুরুষ নন। তিনি চান বা না-চান, এই পুরুষের সমাজে তার দ্বিগুণ নিরাপত্তা দরকার।
সম্পর্কিত খবর
(ফেসবুক থেকে সংগৃহীত)
পূর্বপশ্চিমবিডি/অ-ভি