প্রিয় মুনীর ভাই চলে গেলেন!

সকাল হতেই যার আকস্মিক মৃত্যু সংবাদ বুকের ভিতরটা একেবারেই দুমড়ে মুচড়ে দিলো তিনি সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান। আমার প্রিয় মুনীর ভাই। এই চরম দুঃসময়ে তিনি ছিলেন এক সত্যিকার নির্লোভ নিরহংকারি সৎ আদর্শিক আপাদমস্তক সাংবাদিক। তিন দশকেরও বেশী সময় দেখেছি তার সাংবাদিকতা পেশার প্রতি একাগ্রতা। ব্যক্তিগত লোভ তাকে স্পর্শ করেনি। আলোকিত সাংবাদিক। ভীষণ বিনয়ী গভীরে চিন্তাশীল স্বলপভাষী।
করোনা আক্রান্ত হয়ে কাটিয়েও উঠেছিলেন। গতরাতেই কেবিনে ফেরা। কিন্তু হৃদরোগসহ নানা জটিলতায় সকাল ৭টা ২০ মিনিটেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন। আমরা একটা অবক্ষয়ে পতিত সমাজে অন্তহীন দহনে শেষ হয়ে যাচ্ছি। মুনীর ভাইর মতোন ভালো মানুষ, মেধাবি সাংবাদিকের সময় এতো দ্রুত চলে যাবে সেটি কি কেউ ভেবেছিলাম! আল্লাহ তাকে বেহেস্ত দিন। আমাকে পছন্দ করা মুনীর ভাইর মমতাকি ভুলতে পারি? তথ্য সংরক্ষণে এক সাথে কত জায়গায় মুখোমুখি হয়েছি।
সম্পর্কিত খবর
লেখক : নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন।
পূর্বপশ্চিমবিডি/এসএম