এরা করোনা নিয়ে ভয়ংকর খেলা খেলেছে

১৫,৪৬০ জন মানুষের স্যাম্পল নিয়ে সেগুলো ড্রেনে ফেলে দিয়ে প্রতিটি ১০ হাজার টাকার বিনিময়ে ভুয়া করোনা ভাইরাস টেস্ট রিপোর্ট দিয়েছেন জেকেজি হাসপাতালের চেয়ারম্যান ডাঃ সাবরিনা আরিফ চৌধুরী ও সিইও তার স্বামী আরিফ চৌধুরী।
এরা করোনা নিয়ে ভয়ংকর খেলা খেলেছে।
সম্পর্কিত খবর
ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় ৪৪টি করোনার স্যাম্পল কালেকশান থেকে শুরু করে টেস্ট না করেই ভূয়া রিপোর্ট, চিকিৎসার নামে করোনা রোগীদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে গেছে।
জেকেজি, রিজেন্ট এবং আরও অনেক প্রতিষ্ঠান ভুয়া করোনা সার্টিফিকেট বিক্রি করে সারা বিশ্বে বাংলাদেশকে প্রতারক রাষ্ট্র বানিয়েছে, এখন বিশ্বের কোথাও বাংলাদেশের প্লেন নামতে পারেবে না, মানুষ বিদেশ যেতে পারেনা না !
বাংলাদেশ ক্রমশ একঘরে হয়ে যাচ্ছে !
এসব প্রতারকদের আইনের আওতায় এনে দ্রুতবিচার করে কঠিন শাস্তি দিতে হবে । (
ফেসবুক স্ট্যাটাস)
পূর্বপশ্চিম-এনই