ভালবাসতে না পারেন, আঘাত করবেন না দয়া করে!
প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯, ২২:১২ | আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২২:১৬

ভালবাসতে না পারেন, আঘাত করবেন না দয়া করে!
তারা আমার অফিসের নতুন অতিথি, প্রতিদিন একবার এসে চেহারা দেখিয়ে যান! সঙ্গে দুষ্টুমি ফ্রি।
সম্পর্কিত খবর
অনেকেই আছেন শুধু শুধু ঢিল ছুঁড়ে আঘাত করেন, গরম পানি ঢেলে দেন; কি আনন্দ হয় আপনাদের হৃদয়হীন হৃদয়ে জানা নেই আমার!
ভালবাসতে না পারেন, আঘাত করেন না দয়া করে! কারণ আপনার, আমার মত তারা দুঃখ, বেদনার কথা বলতে পারে না.. পশুবৃত্তি না হয় পশুরই থাক.....!
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন), ওয়ারী বিভাগ, ডিএমপি, ঢাকা।
পূর্বপশ্চিমবিডি/জিএম