নামাজে প্রথম তাকবিরের সওয়াব
প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ১২:৩৩

নামাজ পড়ার সময় যে তাকবির (আল্লাহু আকবর) বলে নামাজ শুরু করা হয়, সেই তাকবিরকে ‘তাকবিরে উলা’ বা প্রথম তাকবির বলে। জামাতে নামাজের সময় ইমামের প্রথম তাকবিরের সঙ্গে মুক্তাদিও যদি তাকবির বলে নামাজ শুরু করতে পারেন, তাহলে তার জন্য বিশেষ সওয়াবের কথা রয়েছে হাদিসে।
হাদিসে এসেছে-‘যে ব্যক্তি ৪০ দিন জামাতে নামাজ আদায় করবে এবং সে প্রথম তাকবিরও ধরবে তার জন্য দুটি মুক্তির পরোয়ানা লিখে দেওয়া হবে। ১. জাহান্নাম থেকে মুক্তি। ২. নেফাক (মুনাফেকি) থেকে মুক্তি। (তিরমিজি : ১/৩৩)। এ হাদিস থেকে বোঝা যায়, ইমামের প্রথম তাকবির বলার সঙ্গে সঙ্গে তাকবির বলে নামাজ শুরু করলে তাকবিরে উলা হবে এবং কাঙ্ক্ষিত সওয়াব মিলবে।