নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে: কামরুল

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কোনো নৈরাজ্য করলে বাংলার মাটি থেকে তাদের বিতাড়িত করবো।
মঙ্গলবার (২৩ মে) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।
সম্পর্কিত খবর
অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করছে বিএনপি। এ হুমকি কোনো স্থানীয় নেতার নয়, এটি বিএরপির প্রতিটি নেতার। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএনপিকে কর্মসূচি করার সুযোগ দিয়েছে। ২০১৪ সালে যেভাবে পুলিশের ওপর আক্রমণ করেছিলো, আজও তারা পুলিশের ওপর আক্রমণ করেছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম