দফা একটাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন: গয়েশ্বর
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ২৩:৩০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা খালেদা জিয়ার মুক্তি চাই, তথা জনগণের মুক্তি চাই। দশ দফা বলেছি, তবে দফা একটাই—তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন। এই সুষ্ঠ অবাধ নির্বাচনের পথে বাধা বর্তমান প্রধানমন্ত্রী, ভোট ডাকাতির সরকার ও নির্বাচন কমিশন।
শনিবার (১ এপ্রিল) বেলা ২টায় মানিকগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সম্পর্কিত খবর
জেলা আইনজীবী চত্বরে এই কর্মসূচি পালিত হয়। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা এতে সভাপতিত্ব করেন।
এ সময় জেলা বিএনপির সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবীরসহ নেতারা উপস্থিত ছিলেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম