এখন ধীরে ধীরে এগুচ্ছি, পরে আন্দোলন বেগবান হবে: ফখরুল

চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এখন ধীরে ধীরে এগুচ্ছি। এরপরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অবশ্যই বেগবান হবে। এত বেগবান হবে যে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সরকার বিদায় করা হবে।
শনিবার (১ এপ্রিল) রাজধানীর সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের দি স্কাই সিটি হোটেলে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ফখরুল।
সম্পর্কিত খবর
রাজনৈতিক নেতাদের সম্মানে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে ইফতার মাহফিল হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার আজ জনবিচ্ছিন্ন হয়ে রাষ্ট্রযন্ত্রকে বেআইনিভাবে ব্যবহার করে ক্ষমতায় টিকে রয়েছে। এখন আবার নতুন করে পরিকল্পনা করছে। নির্বাচন এগিয়ে নিয়ে এসে তারা নির্বাচন করতে চায়। আমরা বলতে চাই, এ দেশের মানুষ অবশ্যই নির্বাচন চায়। কিন্তু সেই নির্বাচন আওয়ামী লীগের অধীনে নয়। সে নির্বাচন অবশ্যই হতে হবে একটা নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে, যেখানে মানুষ নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন-রমজান মাসে কর্মসূচি দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার মানে হয় না। আমরা মানুষের অধিকার আদায়ে আমরা রমজান মাসেও রাজনৈতিক কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।
পূর্বপশ্চিমবিডি/এসএম